যদি চাও

0
198

মোঃ জেহাদ উদ্দিন

যদি চাও দেখতে
ভরা জ্যোৎস্না
জীবনের উচ্ছ্বাস
নব দ্যোতনা-

যদি চাও দেখতে
আকাশের মেঘ
জীবনের জলছবি
মনের আবেগ-

যদি চাও দেখতে
সবুজ-শ্যামল-
মাঠ; আর আসমান
তারা জ্বলমল-

যদি চাও গোলাভরা
গম আর ধান
জলভরা মাছ আর
বাটা ভরা পান-

যদি চাও সারি সারি
অবারিত গাছ
কৈ, শিং ডানকিনে
কত পদ মাছ!

যদি চাও ভালোবাসা
পীরিতি উদার
দয়ামায়া স্নেহ-ছায়া
শত উপহার-

যদি চাও চেনা সুর
হাসন করিম
টিন ছুঁয়ে বৃষ্টি
চাও রিমঝিম-

যদি চাও অবারিত
উদার জমিন
পরিশোধ করিতে
চাও যদি ঋণ-

যদি চাও সারাবেলা
মানুষের সুর
যদি চাও কালিমা
হয়ে যাক দূর-

যদি চাও দেখতে
কিষাণের ঘর
মাঝিদের খেয়া নাও
রাখালের স্বর-

যদি চাও জীবনের
শুদ্ধ সুর
চলে এস গ্রামে
থাকিও না দূর।

তোমারে দেয়ার তরে
বিধাতার দান
পল্লীতে পড়ে আছে
ধর এসে তান।।

(গুলবাগিচা: জুন ৬, ২০২০)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here