‘এই হিসাব যে প্রকৃত চিত্র নয় তা আমরা সবাই আঁচ করতে পারি’

0
126
দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই বাড়ছে


রোজিনা ইসলাম:

দ্য ইকোনমিস্ট–এর একটি প্রতিবেদনে ঢাকায় সাড়ে সাত লাখ আক্রান্তের বিষয়ে তথ্য দেওয়া হয়েছে।এই তথ্যের সূত্র হিসেবে আইসিডিডিআরবি তার ব্যাখ্যা দিয়েছে।কিন্তু ৬ জুন ‘প্রাণঘাতী স্রোত’ শিরোনামে পত্রিকাটি আরেকটি রিপোর্টে বলেছে, জুলাইয়ের শেষে বাংলাদেশে আক্রান্ত ৫০ লাখ ও মৃতের সংখ্যা দেড় লাখে পৌঁছাতে পারে।তাই আক্রান্তের সংখ্যা যেভাবে উদ্বেগজনক হারে বাড়ছে সেখানে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে করোনা আক্রান্ত বা মৃতের যে সংখ্যা বলা হচ্ছে তা হয়তো কাগজে- কলমের হিসেব। এই হিসাব যে প্রকৃত চিত্র নয় তা আমরা সবাই আঁচ করতে পারি।আমার মনে হয় এখন সবচেয়ে জরুরি করোনা পরীক্ষা বাড়ানো। করোনা সংক্রমণের গতি–প্রকৃতি বুঝতে দৈনিক অনেক বেশি নমুনা পরীক্ষা দরকার। করোনার উপসর্গ আছে এমন কত লোক আছেন বা মারা যাচ্ছেন সেটা জানা প্রয়োজন। তাহলেই একটা বড় সিদ্ধান্তে আসা যাবে।

রোজিনা ইসলাম: সাংবাদিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here