যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় ৯৪১ জনের মৃত্যু

0
115

বাংলা খবর ডেস্ক:
যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আরো ৯৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৩ হাজার ৮০৩ জনে। শুক্রবার মার্কিন গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয় জনস হপকিন্সের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ্মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

জনস হপকিন্সের হিসেব অনুসারে টালি অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ২০ লাখ ২২ হাজার ৪৮৮ জনে। সারা বিশ্বের মধ্যে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অধিক মানুষের নমুনা পরীক্ষার ফলে যুক্তরাষ্ট্রে এতো বেশি সংখ্যক করোনা শনাক্ত হচ্ছে বলে সংশ্লিষ্টদের মত। অন্যান্য দেশগুলোতে নমুনা পরীক্ষার সংখ্যা যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম। সে কারণেই সে সব দেশে শনাক্তের সংখ্যাও কম দেখা যাচ্ছে।

চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ২ লাখে গিয়ে ঠেকতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন মার্কিন স্বাস্থ্য সংস্থা হার্ভার্ডস গ্লোবাল হেলথ ইন্সটিটিউটের প্রধান আশিস ঝাঁ। তবে আশার বাণী হলো যুক্তরাষ্ট্রে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৮ লাখ ১৬ হাজার ১৭৪ জন মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here