পেনাল্টি মিস রোনাল্ডোর, ইতালিয়ান কাপের ফাইনালে জুভেন্টাস

0
95

বাংলা খবর ডেস্ক:
করোনা আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরল ইতালির ফুটবল। ইতালিয়ান কাপের সেমিফাইনাল দিয়ে মাঠে ফিরল ইতালির ক্লাব ফুটবলের দুই বড় দল জুভেন্টাস ও এসি মিলান। সমান টক্কর হলেও গোল হল না সারা ম্যাচে। পেনাল্টি মিস করলেন রোনাল্ডো। প্রথম পর্বে মিলানের মাঠে ১–১ শেষ হয়েছিল খেলা। অ্যাওয়ে গোলের সুবাদে ফাইনালে গেল জুভেন্টাস। অন্য সেমিফাইনালেন দ্বিতীয় পর্বে আজ নাপোলি খেলবে ইন্টার মিলানের সঙ্গে। ফাইনাল আগামী বুধবার রোমে।
বর্তমান বিশ্ব ফুটবলে মহাতারকাদের মধ্যে প্রথম মাঠে নামলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দীর্ঘ বিরতির পর রোনাল্ডোর এই প্রত্যাবর্তনের দিকে তাকিয়েছিল ফুটবল বিশ্ব। অপেক্ষা ছিল কোনও মহারাজকীয় পারফরম্যান্সে তিনি মহামারির আতঙ্কে ত্রস্ত ফুটবল বিশ্বকে অন্য দিশা দেখাবেন। কিন্তু দীর্ঘ বিরতির পর প্রথম ম্যাচে ফিরেই ম্যাজিক দেখানো যে খুব একটা সহজ কাজ নয়, তা বোঝা গেল শুক্রবার রাতে রোনাল্ডোর খেলা দেখেই। সেভাবে কোনও সুযোগ তৈরি করতে পারলেন না। ১০ জনের এসি মিলানের বিরুদ্ধে ‘হাফ চান্স’ পেলেও তা কাজে লাগাতে পারলেন না। উল্টে ১৫ মিনিটে দল পেনাল্টি পেলেও ৬ গজ দূর থেকে বারপোস্টে মারলেন সিআর সেভেন। রোনাল্ডোর এই সুযোগ নষ্টের সুযোগ অবশ্য এসি মিলানও নিতে পারেনি। কারণ এসি মিলানের একজন ফুটবলার লাল কার্ড দেখায় ৭৪ মিনিট তাঁদের দশজনে খেলতে হয়। গোটা ম্যাচে গোল করতে না পারায় দুই পর্ব মিলিয়ে হারতে হয়েছে তাঁদের। প্রথম পর্বে অ্যাওয়ে ম্যাচে সেই ফেব্রুয়ারিতে মিলানের বিরদ্ধে ১–১ গোলে ড্র করেছিল জুভেন্টাস। সেই অ্যাওয়ে গোলের সুবাদেই তাঁরা পোঁছে গেল ইতালিয়ান কাপের ফাইনালে।
এদিকে লা লিগায় আজ মাঠে নামছেন মেসি। প্রতিপক্ষ মায়োরকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here