বিকেলের নাস্তা ভেলপুরি

0
143
ছবি:সংগৃহীত

ভেলপুরি

উপকরণঃ
ময়দা- ৩ কাপ
বেকিং পাউডার- ১ চা চামচ
তেল- পরিমাণমত
আলু সেদ্ধ– ১/২ কাপ
মটরডাল সেদ্ধ- ২ কাপ
চিনি -১ চা চামচ
তেঁতুলের রস- ১ চা চামচ
কাঁচামরিচ কুচি- ৫ টি
ধনেপাতা- পরিমাণমত
পেঁয়াজ কুচি- ২ টি
চটপটি মশলা- ২ চা চামচ
শসা- ২ টি
টমেটো-৪ টি
জিরার গুঁড়া
লবন- পরিমাণ মত
বিট লবন- পরিমাণমত

প্রনালী
পুরি তৈরি করতে-
• প্রথমে ময়দা নিয়ে এক চা চামচ তেল, লবন, বেকিং পাউডার ও পরিমাণমত পানি দিয়ে মাখিয়ে মন্ড তৈরী করুন।
• সেখান থেকে রুটির মত করে বেলে নিয়ে ছোট ছোট গোলাকার লেচি আকারে কেটে নিন।
• এবার ডুবোতেলে ভেজে তুলে রাখুন।

পুর তৈরি করতে-
• সেদ্ধ আলু, মটরডাল ভালোভাবে একসাথে চটকে নিন।
• চিনি, লবন, তেঁতুলের রস, ধনেপাতা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ, চটপটি মশলা, জিরার গুঁড়া ভালোভাবে মেশান।

মিলেমিশে হোক ভেলপুরিঃ
• আগে তৈরী করে রাখা পুরিগুলোকে ফুচকার মত ভেঙে নিতে হবে।
• এবারে ভেলপুরির পুর ভরে দিন এবং পুর ভরার পর খানিকটা শসা আর টমেটো কুচিও দিয়ে দিন।
• উপরে সামান্য বিট লবন ছড়িয়ে দিন
সংগৃহীত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here