‘‌২০১১ বিশ্বকাপ ফাইনাল বিক্রি করেছিল শ্রীলঙ্কা’‌, বিস্ফোরক প্রাক্তন ক্রীড়ামন্ত্রী

0
95

বাংলা খবর ডেস্ক:
ম্যাচ ফিক্সিংয়ের বড়সড় অভিযোগ তুললেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা আলুথাগামাগে। ২০১১ বিশ্বকাপ নাকি ভারতকে ছেড়ে দিয়েছিল শ্রীলঙ্কা। তাঁর কথায়, ‘‌বিশ্বকাপ ফাইনাল বিক্রি করে দেওয়া হয়েছিল।’‌ এর আগে একই অভিযোগ তুলেছিলেন ১৯৯৬ বিশ্বজয়ী শ্রীলঙ্কা দলের অধিনায়ক অর্জুন রনতুঙ্গা।
বৃহস্পতিবার শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী এই অভিযোগ তোলার পরই আলোড়ন পড়ে গেছে। আলুথাগামাগে বলেছেন, ‘‌২০১১ বিশ্বকাপ ফাইনালটা আমরা বিক্রি করে দিয়েছিলাম। তখন আমি ছিলাম ক্রীড়ামন্ত্রী।’‌
২০১০ থেকে ২০১৫ অবধি দেশের ক্রীড়ামন্ত্রী ছিলেন আলুথাগামাগে। এখন তিনি বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী। তাঁর কথায়, ‘‌২০১১ বিশ্বকাপ জেতা উচিত ছিল আমাদের। গোটা বিষয়টি তুলে ধরার জন্য এটাই সেরা সময় মনে হয়েছে। গোটা দলকে অভিযুক্ত করছি না। কিন্তু দলের একটা অংশ এই ফিক্সিংয়ে জড়িত ছিল।’‌
ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল ধোনির ভারত। ফাইনালে ধারাভাষ্যকার হিসেবে হাজির ছিলেন অর্জুন রনতুঙ্গা। তিনি আগেই ফাইনালে হার নিয়ে তদন্তের দাবি তুলেছিলেন। ২০১৭ সালে রনতুঙ্গা বলেছিলেন, ‘‌ফাইনালে হারের পর দুঃখ পেয়েছিলাম। একইসঙ্গে সন্দেহ তৈরি হয়েছিল। ২০১১ বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কা কেন হেরে গেল তা নিয়ে তদন্ত হওয়া উচিত।’‌ রনতুঙ্গা আরও বলেছিলেন, ‘‌সবকিছু এখনই বলা সম্ভব নয়। কিন্তু একদিন বলব।’‌

তবে এই অভিযোগ একেবারেই গুরুত্ব দিচ্ছেন না ২০১১ বিশ্বকাপ রানার্স শ্রীলঙ্কা দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধনে। সাঙ্গাকারা বলেছেন, ‘‌শুধু অভিযোগ তুললেই তো হবে না। আইসিসি ও দুর্নীতিদমন শাখার কাছে প্রমাণ দিতে হবে।’‌ মাহেলার কথায়, ‘‌নির্বাচনের আগে দেশে এরকম সার্কাস শুরু হয়ে যায়। এটাই আমাদের দেশের রাজনীতি।’‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here