করোনা: মেডিকেল সরঞ্জাম ক্রয়ে দুর্নীতির অভিযোগে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী গ্রেপ্তার

0
91

বাংলা খবর ডেস্ক:
করোনা ভাইরাস মহামারির বিরুদ্ধে ব্যবহার্য মেডিকেল সরঞ্জাম সরবরাহে দুর্নীতির অভিযোগে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী ওবাডিয়া মোয়ো’কে। দেশটির দুর্নীতি বিরোধী এজেন্সি এ কথা জানিয়েছে। গ্রেপ্তার করে তাকে শেষ খবর পাওয়া পর্যন্ত রাখা হয়েছে হারারের একটি পুলিশ স্টেশনে। আজ শনিবার তাকে আদালতে তোলার কথা রয়েছে। দেশটির দুর্নীতি বিরোধী কমিশনের মুখপাত্র জন মাকামুরে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আমি নিশ্চিত করে বলতে পারি যে, স্বাস্থ্য ও শিশু কল্যাণ বিষয়ক মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রোডসভিলে পুলিশ স্টেশনে আটকে রাখা হয়েছে। কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহার্য সরঞ্জাম কেনার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রীকে গ্রেপ্তারের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি সরকার।

উল্লেখ্য, মেডিকেল সরঞ্জাম কেনার জন্য সরকার একটি কোম্পানির সঙ্গে ২ কোটি ডলারের একটি চুক্তি করে। এ বিষয়ে দুর্নীতির অভিযোগ তুলে এর নিন্দা জানায় দেশটির প্রধান বিরোধী দল। এর একদিন পরেই ওই মন্ত্রীকে গ্রেপ্তার করা হলো। রিপোর্টে বলা হয়েছে, মাত্র দুই মাস বয়স হয়েছে, এমন একটি মেডিকেল কোম্পানি হলো ড্রাক্স কনসাল্ট এসএজিএল। এমন একটি কোম্পানির সঙ্গে সরকার মেডিকেল সরঞ্জাম ও কোভিড-১৯ টেস্ট কিট কেনার জন্য দুই কোটি ডলারের চুক্তি করে। ফলে সাধারণভাবেই সন্দেহের পরিধি বাড়তে থাকে। সমালোচনা তীব্র হয়। অভিযোগ আছে, এই চুক্তিটি স্বাক্ষর হয়েছে দেশটির পণ্য ক্রয় সংক্রান্ত রেজিস্টার্ড কর্তৃপক্ষের অজ্ঞাতে।
আপনার মতামত দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here