যারা বাড়িভাড়া সমস্যায় আছেন…….

0
210


কাজী ইমরুল কবীর সুমন:

আমরা জানি কভিড-১৯ করোনা করোনায় ফ্রন্ট লাইনার যোদ্ধা সাংবাদিক, মিডিয়া কর্মী, ব্যাংকার, চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয় যারা বাড়িভাড়া সমস্যায় আছেন তাদের বলছি…

আমরা জানি কভিড-১৯ করোনা ভাইরাসের এই মহামারীর সময় ফ্রন্টলাইনার যোদ্ধাদেরও সামনে থেকে ফ্রন্টলাইনে অবাধ তথ্য প্রবাহের কাজ করছেন সাংবাদিক ও মিডিয়াকর্মী বন্ধুরা। তাদের রিপোর্টের ওপর ভিত্তি করেই প্রতিদিন কর্মকৌশল নির্ধারণ করছেন সরকারী বেসরকরী পর্যায়ের দায়িত্বশীল লোকজন। করোনা যুদ্ধে লড়াই করতে গিয়ে অনেক সাংবাদিকই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। অনেকে আবার চাকুরী হারিয়ে, বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। সরকারী পর্যায় থেকে সাহায্য পাওয়ার সুযোগ পেয়েও অনেক সাংবাদিকই মান-সন্মানের কথা ভেবে সেখান থেকে কোন অর্থ সহায়তা ও প্রণোদনাও নেননি। এরকম আত্মসন্মানবোধ সম্পন্ন নীতিবান মূলধারার সাংবাদিক ও সংবাদ মাধ্যমের কর্মীরা কেউ যদি ঢাকায় থাকার মতো বাড়ি ভাড়া দেয়ার অসুবিধায় পড়েন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমি ও আমার স্ত্রী সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আফরোজা সুমী। আপনারা শুধু ব্যবহার করা ইউটিলিটি বিল পরিশোধের শর্তে আমাদের বাড়িতে থাকার সুযোগ নিতে পারেন। কোন বাড়ি ভাড়া এই করোনা মহামারীর সময় না দিলেও চলবে। করোনার ফ্রন্টলাইনার যোদ্ধা চিকিৎসক, ব্যাংকার, নার্স,ওয়ার্ডবয়, মেডিকেল সহকারীরাও এই সুবিধা নিতে পারেন। আমি নিম্ন মধ্যবিত্ত সমাজের প্রতিনিধি। সাধারণ খেটে খাওয়া মানুষ। আমরা জানি মহামারীর এসময় মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর পাশে দাঁড়ানোর মতো কেউই নেই। তাই আমরাই আমাদের বন্ধু-বান্ধবীদের পাশে দাঁড়াতে চাই, যার যা সামর্থ্য আছে তা নিয়ে। সেটারই সূচনা করতে এগিয়ে এসেছি আমরা। আশা করবো অন্যরাও এগিয়ে আসবেন। সবার পাশে দাঁড়াবেন। আমার সাধ্য মতো, সামর্থ্য অনুযায়ী সাংবাদিক, মিডিয়া কর্মী, ব্যাংকার, চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়, মেডিকেল সহকারী ভাইদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এটাকে কেউ অন্য দৃষ্টিতে দেখবেন না। শুধু মানবিক দিক বিবেচনা করবেন। আমার এই বাড়িটি ঢাকার মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনে অবস্থিত। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বাড়িতে থাকার সুযোগ নিতে পারেন।

যোগাযোগঃ
কাজী ইমরুল কবীর সুমন
সাধারণ সম্পাদক,
রিপোর্টার্স ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটি।
পরিচালক,
ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড।
ফোন-
০১৭১১৪৪২২০০
০১৫৫২৩২৩৭৭৭
ম্যাসেনজারঃ
Kazi Imrul Kabir Sumon

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here