হ্যাপী বার্থ ডে মাই ডিয়ার রুনি

0
126

মানস ঘোষ

কিছু তারিখ আছে চাইলেও ভোলা যায় না। বছর ঘুরে আসলে মনে পরবেই। যেমন এই ৪ নভেম্বর। তারিখটা আসার দু’একদিন আগে থেকেই নিজের ভেতর প্রস্তুতি শুরু হয় এখন। বুকের ভেতরটা তখন চিনচিন করতে থাকে। অথচ একসময় অত্যাচার থেকে বাঁচতে বাধ্য হয়েই মনে রাখতাম। মনে না থাকলে হৈচৈ শুরু হয়ে যেতো। কোন কোন বছর একমাস আগে থেকেই মনে করিয়ে দেয়া হতো। বিশেষ দিনটিতে সঙ্গে কি কি উপহার রাখতে হবে সেই ফর্দও প্রকাশ্যে ঘোষনা করা হতো । তাৎক্ষনিক কিছু প্রতিশ্রুতি আদায়, পরে আবার তার কিছু কিছু ভুলে যাওয়া, সবই ঠিক ছিলো। অসুবিধা ছিলো শুধু ৪ নভেম্বর তারিখটা ভুলে গেলে… রুনি’র জন্মদিন আমরা তাই কেউ কেউ ভুলে যেতাম না। আজো ভুলি না। হ্যাপী বার্থ ডে মাই ডিয়ার রুনি Meherun Runi.
লেখক: সিনিয়র সাংবাদিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here