একসঙ্গে বাইডেন, ওবামা, বিল গেটস, এলন মাস্ক, কিম কারদাশিয়ানের টুইটার হ্যাক

0
95

বাংলা খবর ডেস্ক:
একাধিক প্রভাবশালী টুইটার একাউন্ট হ্যাকের ঘটনা ঘটেছে। বুধবার একসঙ্গে এসব একাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাকাররা। যাদের একাউন্ট হ্যাক হয়েছে তাদের মধ্যে রয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন, প্রভাবশালী টেলিভিশন তারকা কিম কারদাশিয়ান, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ধনকুবের এলন মাস্ক ও বিল গেটস। এ খবর দিয়েছে আল-জাজিরা।
হ্যাক করার পর এসব একাউন্ট থেকে হ্যাকাররা বিভিন্ন পোস্ট দেয়। এতে তারা নিজেদের ব্যাংক একাউন্টে অর্থ পাঠানোর আহবান জানায়। জো বাইডেনের হ্যাক হওয়া টুইটার একাউন্ট থেকে বলা হয়, আমাকে ১০০০ ডলার পাঠালে আমি ২০০০ ডলার ব্যাক করব। তবে এসব পোস্ট দ্রুতই ডিলিট করে দিতে সক্ষম হয় টুইটার।
এদিকে টুইটার জানিয়েছে, বড় ধরণের নিরাপত্তাজনিত সমস্যায় পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটি।

ফলে প্রায় ১৬ কোটি ব্যবহারকারী হয়ত কিছু সময়ের জন্য টুইট করতে পারবে না। অনেকেই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারছে না। তবে আক্রান্ত একাউন্টগুলো লকডাউন করে দিতে পেরেছে টুইটার। ফলে হ্যাকাররা চাইলেই এখন সেখান থেকে পোস্ট করতে পারবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here