মেসিদের হৃদয় ভাঙা শুরলার অবসর ঘোষণা

0
110

বাংলা খবর ডেস্ক:
মাত্র ২৯ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসর নিলেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা আন্দ্রে শুরলা। ২০১৪ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে তার অ্যাসিস্টেই জয়সূচক গোলটি করেছিলেন মারিও গোটজে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণায় চেলসির সাবেক ফরোয়ার্ড শুরলা লিখেছেন, ‘তোমাদের জানাতেই চাই, পেশাদার ফুটবলকে বিদায় জানাচ্ছি আমি। ক্যারিয়ারের অসাধারণ বছরগুলোতে যারা আমার পাশে ছিল তাদের সবাইকে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই।’

একের পর এক ইনজুরিই তাকে অল্প বয়সে অবসরে যেতে বাধ্য করেছে শুরলাকে। ২০১৬তে জার্মান ক্লাব ভল্ফসবুর্গ থেকে বরুশিয়া ডর্টমুন্ডে আসার পর খেলতে পেরেছেন মাত্র ৩৩ ম্যাচ। মাঝে ফুলহাম ও স্পার্তক মস্কোতে ধারে খেলেছেন এক মৌসুম করে। বুন্দেসলিগা জায়ান্ট ডর্টমুন্ডের সঙ্গে চুক্তির আরো এক বছর বাকি ছিল শুরলার। কিন্তু তিনি অবসরের সিদ্ধান্ত নেয়ায় সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করা হয়েছে।

ক্যারিয়ার পর্যালোচনায় দেখা যায়, ক্লাবের তুলনায় জাতীয় দলেই বেশি ভালো খেলেছেন শুরলা। ক্লাব পর্যায়ে মোট ২৮৮ ম্যাচে এই ফরোয়ার্ডের গোল ৬৯টি।

আর ২০১০ সালে জার্মানি জাতীয় দলে অভিষেকের পর ২০১৭ পর্যন্ত ৫৭ ম্যাচে করেছেন ২২টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here