নিউইয়র্ক: আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সভা আগামী ৩০ আগস্ট, রোববার অনুষ্ঠিত হবে। সোমবার, ২৭ জুলাই নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইটজি রেস্টুরেন্ট প্রাঙ্গনে ক্লাবের কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সভায় ক্লাবের কার্যকরী কমিটির সদস্য এ. হাই স্বপনের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। ক্লাবের সভাপতি দর্পণ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর। বক্তব্য রাখেন সাবেক সভাপতি নাজমুল আহসান, সাবেক সভাপতি মোহাম্মদ সাঈদ, বর্তমান সহসাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন, কোষাধ্যক্ষ তাপস সাহা, কার্যকরী সদস্য আবু বকর সিদ্দিক, কার্যকরী সদস্য শামুসুল আলম, কার্যকরী সদস্য মল্লিকা খান মুনা। সভায় বক্তারা ক্লাবের কার্যক্রম, আয় ব্যয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বর্তমান কমিটির মেয়াদ চলতি বছর শেষ হতে চলায় সেটি নিয়েও আলোচনায় স্থান পায়। এছাড়া কার্যকরী সদস্য এ. হাই স্বপনের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পাপাশি স্বপন হাইয়ের চিকিৎসার জন্য আয়োজিত ফান্ডরেজিং কনসার্টে নিউইয়র্কের সাংবাদিক সমাজ ও কমিউনিটির সহযোগিতা কৃতজ্ঞাচিত্রে স্মরণ করা করেন বক্তারা। স্বপন হাইয়ের চিকিৎসার জন্য সংগৃহিত ১৪ হাজার ২০০ ডলার পরিবারের কাছে হন্তান্তর করায় সন্তোষ প্রকাশ করেন তারা। পরে সবার আলোচনার পর ক্লাবের গঠনতন্ত্র সংশোধন, সদস্যদের দ্রুত চাঁদা পরিশোধ ও আগামী ৩০ আগস্ট, রোববার সাধারণ সভার দিণক্ষণ নির্ধারণ করা হয়। বিজ্ঞপ্তি