জাকির এইচ চৌধুরী ফাউন্ডেশনের অনুদান প্রদান

0
98

বাংলা খবর ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কে মারা যাওয়া ১৮৬ প্রবাসীর স্বজনদের ৫০০ ডলার করে অনুদান দিয়েছে প্রবাসী প্রতিষ্ঠান ‘জাকির এইচ চৌধুরী ফাউন্ডেশন’।

গত রোববার বিকেলে জ্যাকসন হাইটসের ব্রডওয়েতে নিজ অফিসের সামনে এ কার্যক্রম উদ্বোধন করেন আবাসন কোম্পানি ‘ইয়র্ক হোল্ডিং রিয়েল্টি’ এর মালিক জাকির এইচ চৌধুরী।

এসময় তিনি বলেন, যাদের অভিবাসনের বৈধ কাগজপত্র নেই, তারা সরকারের কোন সহযোগিতাই পাচ্ছেন না। তেমন কয়েকশ প্রবাসীকে গত রমজানে খাদ্য-সামগ্রি দিয়েছি। ঈদের আগে নতুন পোশাক দিয়েছি। অনেকেই নানা কারণে এখানে উপস্থিত হতে পারেননি। তাদের নাম-ঠিকানা সংগ্রহ করা হয়েছে। চেক পাঠিয়ে দেওয়া হবে সবার কাছে।


আবুল কাশেমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ‘বাংলাদেশ সোসাইটি’ বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন, কমিউনিটি নেতা মোহাম্মদ এন মজুমদার, মাজেদা এ উদ্দিন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ও ব্রুকলিন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গির সোহরাওয়ার্দী।

জাকির এইচ চৌধুরী ফাউন্ডেশন থেকে “করোনায়” যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন জাকির এইচ চৌধুরী। “করেনায়”মৃতবরনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা জনাব তানভীর হাসান খাঁন প্রিন্স এর জন্য আর্থিক অনুদান হিসেবে $৫০০শত ডলারের চেক্ ফোরামের প্রেসিডেন্ট নাছিম আহমেদের হাতে তুলে দেন,ফাউন্ডেশন এর চেয়ারম্যান জাকির এইচ চৌধুরী। এসময় ফোরামের নেতৃবৃন্দের মধ্যে যারা উপস্হিত ছিলেন, সেক্রেটারী মোতাহার হোসেন,ছাইদুর খাঁন ডিউক, মাহাবুবর রহমান মুকুল, নাসির উদ্দিন, জাহাংগীর শহীদ সেহরাওর্দী, বাচ্চুমিয়া,শামীম মাহমুদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here