জিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের অপপ্রচার: রিজভী

0
82

বাংলা খবর ডেস্ক:
কুড়িগ্রামে বিএনপি আয়োজিত দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে বক্তৃতা করছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: ইত্তেফাক
বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ঢাকায় মেগা প্রকল্পের নামে টাকা চলে যাচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের পকেটে। এজন্য গ্রামবাংলার কোনো উন্নতি হয়নি। একটা বন্যা হলে ক্ষেতের ফসল, গবাদিপশু, মানুষের ঘরবাড়ি সব নদীর পানিতে ভেসে যায়। কোথায় আজ সাধারণ মানুষের উন্নতি?

মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যা দুর্গতদের জন্য দিনব্যাপী বিএনপি’র মেডিকেল ক্যাম্পে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মেডিকেল ক্যাম্পে বন্যা আক্রান্ত মানুষের চিকিৎসা সেবাসহ বিনা মূল্য ওষুধ প্রদান করা হয়।

এসময় রিজভী বলেন, গ্রামীণ উন্নয়নের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের ক্রান্তিকালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং নিজেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। নিজেদের অপকর্ম ঢাকতে আওয়ামী লীগ তার বিরুদ্ধে অপপ্রচারের নেমেছে। আওয়ামী লীগ নেতাদের ত্রাণ লুটপাটের ঘটনায় চারিদিকে মানুষ ছি ছি করছে। চারিদিকে নিন্দা, প্রতিবাদের ঝড় উঠেছে। তারা জনগণের টাকা বাড়িতে নিয়ে যাচ্ছে আর বিএনপি নিজেদের টাকা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে।

এসময় উপস্থিতি ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগাঠনিক সম্পাদক আব্দুল খালেক, স্বাস্থ্য বিষয়ক সহ-সাংগাঠনিক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জেলা বিএনপি’র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, মোস্তাফিজার রহমান, শফিকুল ইসলাম বেবু, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here