হাতে কামড়ে ধরা হাঙরকে ডাঙায় তুলে আনলেন যুবক

0
104

বাংলা খবর ডেস্ক:
আমেরিকায় ফ্লোরিডার জেনসন সৈকতে গোসল করার সময় এক মার্কিস যুবকের হাত কামড়ে ধরে একটি হাঙ্গর।

কিনি তা বুঝতে পেরেই তিনি পানি থেকে উঠে আসেন। তবে তাঁর মধ্যে কোনও আতঙ্কের ছাপ দেখা যায়নি। খবর বিবিসির।

হাত কামড়ে ধরে থাকা হাঙরটিকে এক রকম কোলে করেই তুলে নিয়ে আসেন তিনি। পানি থেকে উঠে এসে তিনি হাঙরটিকে হাত থেকে ছাড়ানোর জন্য সাহায্যের অপেক্ষা করেন।

হাঙরটিকে ছাড়াতে মোট সময় লাগে ৪৫ মিনিট। ততক্ষণ পর্যন্ত তিনি এক প্রকার নির্লিপ্ত অবস্থাতেই ছিলেন।

এক প্রত্যক্ষদর্শী সেই ঘটনা ক্যামেরাবন্দি করে ইউটিউবে আপলোড করেন।মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়।

ভিডিয়োতে দেখা যায়, হাঙরটি বেশ ছোট আকারের। এটি নার্স শার্ক নামে পরিচিত। এ ধরনের হাঙ্গর আকারে ছোট হলেও আক্রমণ প্রবণতা বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here