করোনা: ভ্যাকসিনের জন্য বিশ্বব্যাংকের ১২শ’ কোটি ডলার অনুমোদন

0
86

বাংলা খবর ডেস্ক:
বিশ্বব্যাংক উন্নয়নশীল দেশগুলোর জন্য ১২শ’ কোটি মার্কিন ডলার অনুমোদন করেছে। এ অর্থ কোভিড-১৯ এর পরীক্ষা ও চিকিৎসা এবং ভ্যাকসিন কেনা ও বিতরণ কাজের জন্য ব্যয় হবে। সংস্থাটি মঙ্গলবার এ তথ্য জানায়।

ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রায় ১শ’ কোটি লোকের টিকা প্রদানে সহায়তার উদ্দেশ্যে এ অর্থ অনুমোদন করা হয়েছে।

ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ (ডব্লিউবিজি) করোনা ভাইরাস মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর জন্যে ২০২১ সালের জুন নাগাদ ১৬ হাজার মার্কিন ডলার সহায়তার যে প্যাকেজ হাতে নিয়েছে অনুমোদিত অর্থ তার একটি অংশ।

ডব্লিউবিজি’র প্রেসিডেন্ট ডেভিড মালপাস এক বিবৃতিতে বলেন, নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন পাওয়া এবং শক্তিশালী সরবরাহ পদ্ধতি করোনা মহামারির গতিপথ পাল্টানোর জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া যেসব দেশ গুরুতর অর্থনৈতিক সংকটে পড়েছে এ অর্থ তাদের জন্যও সহায়ক হবে।

বিবৃতিতে আরও বলা হয়, এছাড়া এ অর্থ কোভিড-১৯ এর পরীক্ষা ও চিকিৎসার কাজের জন্যও সহায়ক হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here