যুক্তরাষ্ট্রের পরিস্থিতি খুবই খারাপ, দ্রুত লকডাউন দিন: ফাউসি

0
88

বাংলা খবর ডেস্ক:
যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বলেছেন, দেশটিতে করোনা পরিস্থিতি সত্যি খুবই খারাপ।

আক্রান্ত আর মৃতের সংখ্যা ভয়াবহভাবে বাড়ছে। এখনই জরুরিভিত্তিতে যুক্তরাষ্ট্রব্যাপী লকডাউন আরোপ না করলে পরিস্থিতি আরও ভয়ানক হবে। খবর সিবিএস নিউজ ও সিএনএনের।

রোববার রাতে মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে অ্যান্থনি ফাউসি এসব কথা বলেন।

তিনি বলেন, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২৭টি রাজ্যে করোনার ভয়াবহভাবে বিস্তার ঘটেছে বলে দাবি ওই সংক্রামক রোগ বিশেষজ্ঞের।

যুক্তরাষ্ট্রে এখন প্রতিদিন গড়ে ৫৫ হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন। এটি খুবই ভয়ের কারণ বলে উল্লেখ করেছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সমীক্ষায়, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছেন ২ লাখ ২৪ হাজার ৬৬৬ জন।

যুক্তরাষ্ট্রে রোববার পর্যন্ত ৮৩ লাখ ৮৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here