বিশ্বকাপ বাছাইপর্বের ২ ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা

0
128

বাংলা খবর ডেস্ক:
২০২২ সালের কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নেইমারের নৈপূণ্যে টেবিলের শীর্ষে রয়েছে ব্রাজিল ফুটবল দল।

লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে বলিভিয়ার পর পেরুকেও উড়িয়ে দেয় ব্রাজিল। দুই ম্যাচে ৯ গোল করে টেবিলের শীর্ষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আগামী ১৪ নভেম্বর ঘরের মাঠ ভেনেজুয়েলার সঙ্গে রয়েছে ব্রাজিলের ম্যাচ। এরপর ১৭ নভেম্বর উরুগুয়ের মাঠে গিয়ে খেলবে সেলেকাওরা।

সেই দুই ম্যাচেও দুর্দান্ত জয় নিয়ে টেবিলে শীর্ষে অবস্থান করেই বাছাইপর্ব সুনিশ্চিত করতে চায় ব্রাজিল। গতবছর কোপা আমেরিকায় ঘরের মাঠেই ভেনেজুয়েলার কাছে হোঁচট খেয়েছিল ব্রাজিল। ভেনেজুয়েলার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা।

যে কারণে ১৪ নভেম্বরের ম্যাচকে ঘিরে কোচ তিতে একটু বেশি সতর্ক থাকছেন। সেই ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেলক্ষ্যে নতুন পরিকল্পানা হাতে নিয়েছেন তিনি।

আর ১৭ নভেম্বর লাতিন অঞ্চলের অন্যতম শক্তিশালী দল উরুগুয়ের বিপক্ষে জয় পেতে কঠিন চ্যালেঞ্জের মখোমুখি হবে নেইমার, কুতিনহো, ফিরমিনোরা।

শুক্রবার এ দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। যেখানে ফিরেছেন দলের এক নম্বর গোলরক্ষক অ্যালিসন বেকার।

এক নজরে ২ ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াড:

গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), ওয়েভারটন (পালমেইরাস), এডারসন (ম্যানচেস্টার সিটি)

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), অ্যালেক্স তেলেস (ম্যানচেস্টার ইউনাইটেড), গ্যাব্রিয়েল মেনিনো (পালমেইরাস), রেনান লোদি (অঅ্যাটলেটিকো মাদ্রিদ), এডের মিলিটাও (রিয়াল মাদ্রিদ), থিয়াগো সিলভা (চেলসি), মার্কুইনহোস (পিএসজি), রদ্রিগো কাইয়ো (ফ্ল্যামিঙ্গো)

মিডফিল্ডার: ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনহো (লিভারপুল), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), এভারটন রিবেইরো (ফ্ল্যামিঙ্গো), ফিলিপে কৌতিনহো (বার্সেলোনা), আর্থার মেলো (জুভেন্টাস))

ফরোয়ার্ড: নেইমার জুনিয়র (পিএসজি), এভারটন (বেনফিকা), গ্যাব্রিয়েল হেসুস (ম্যানচেস্টার সিটি), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রবার্তো ফিরমিনো (লিভারপুল), রিচার্লিসন (এভারটন)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here