চট্রগ্রামে ৯ জন অগ্নিদগ্ধ, ১ জনের মৃত্যু

0
500

বাংলা খবর ডেস্ক:
চট্টগ্রামের উত্তর কাট্টলী এলাকার একটি ভবনের ফ্ল্যাটে আগুনে একই পরিবারে দগ্ধ ৯ জনের মধ্যে এক নারী মারা গেছেন।

সোমবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত ওই নারীর নাম পেয়ারা বেগম। তার বয়স হয়েছিল ৬০ বছর।

একই ঘটনায় দগ্ধ আরও আটজন চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তারা হলেন-মিজানুর রহমান (৪২), সাইফুর রহমান (১৯), বিবি সুলতানা (৩৬), মানহা (২), মাহের (৭), রিয়াজ (২২), জাহান (২১) ও সুমাইয়া (১৮)।

আগ্রাবাদ ফায়ার স্টেশন অফিসার কফিল উদ্দিন এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রোববার রাত ১০টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কাট্টলী এলাকার ওই ভবনে আগুন লাগে। ঘটনাস্থলে গিয়ে আমরা এই আলামত পেয়েছি। ওই ফ্ল্যাটের অনেকগুলো পয়েন্টে একসঙ্গে স্পার্কের ঘটনা ঘটেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here