টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন বাইডেন -কমলা

0
139

বাংলা খবর ডেস্ক:
টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। টাইমের এডিটর ইন চিফ অ্যাডওয়ার্ড ফেলসেন্টাল বলছেন, বাইডেন ও হ্যারিসকে সম্মাননা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ইতিহাসকে পরিবর্তনের জন্য।

ফেলসেন্টাল বলেন এর আগে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট কোন না কোন সময় বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন তবে এই প্রথম কোন ভাইস প্রেসিডেন্ট এই তালিকায় নাম লেখালেন। এছাড়া এবার টাইমের বর্ষসেরা ব্যক্তি হওয়ার দৌড়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্প ও অ্যান্থনি ফাউসি।

বর্ষসেরা হওয়া জো বাইডেন এবং কমলা হ্যারিসের ছবি দিয়ে সবশেষ সংখ্যার প্রচ্ছদ করেছে টাইম। এর সাবটাইটেল দেয়া হয়েছে ‘চেঞ্জিং আমেরিকাস হিস্টোরি’ অর্থাৎ ‘আমেরিকার ইতিহাস বদলাচ্ছে’। এছাড়া বিনোদন খাতে বর্ষসেরা হয়েছে কোরিয়ান গানের ব্যান্ড বিটিসি। এদিকে লেবোর্ন জেমসকে বর্ষসেরা এথলেটের উপাধি দেওয়া হয়েছে।

১৯২৭ সাল থেকে বর্ষসেরা ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে আসছে টাইম ম্যাগাজিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here