বাংলাদেশের স্পিনে ভয় ক্যারিবীয়দের

0
76
ক্রেগ ব্রাফেট

বাংলা খবর ডেস্ক:
২০১৮ সালের ভুল থেকে শিক্ষা নিয়েছি আমরা। বক্তা ক্রেগ ব্রাফেট। এবারের বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট অধিনায়ক।

ব্রাফেট নিজেও সেবার ছিলেন নিদারুণ ব্যর্থ। দুই টেস্টে মাত্র ২২ রান করেছিলেন। সেবার ক্যারিবীয়রা মার খেয়েছিল বাংলাদেশের স্পিন আক্রমণে।

এবারও ঘূর্ণির ফাঁদে পড়ার শঙ্কা তাদের। তার ওপর অতিথিরা দুর্বল। ব্রাফেটের কাঁধে গুরুদায়িত্ব। কিন্তু সাম্প্রতিককালের পারফরম্যান্স তার হয়ে কথা বলছে না। গত মাসে নিউজিল্যান্ডে দুই টেস্টে মাত্র ৫৫ রান এসেছে তার ব্যাট থেকে।

ব্রাফেট এবার সামনে থেকে নেতৃত্ব দিতে চান। ‘উদ্বোধনী ব্যাটসম্যান হিসাবে আমার কাজ হচ্ছে রান করা এবং দলের ভিত গড়ে দেওয়া। স্পিন ও পেস যা-ই খেলি না কেন, ক্রিজে ভারসাম্য ঠিক রাখাটাই আসল আমার জন্য। খুব বেশি কিছু ভাবতে চাই না। নিজের ওপর আস্থা রাখতে চাই।’

ব্রাফেট যোগ করেন, ‘গতবারের সিরিজ পর্যালোচনা করে আমরা খুঁজে বের করেছি যে, কোথায় উন্নতি করতে হবে। বাংলাদেশের স্পিনাররা শেষবার ভালো করেছিল। নিজেদের ওপর আস্থা রাখতে হবে আমাদের। আন্তর্জাতিক ক্রিকেটে চ্যালেঞ্জ অতিক্রম করার উপায় খুঁজে বের করে নিতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here