দুই হাজার কোটি টাকা পাচার মামলার আসামি আবু পেলেন জামিন

0
108

বাংলা খবর ডেস্ক:
দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় গ্রেফতারকৃত আসামি ফরিদপুরের আনোয়ার হোসেন আবুকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ডিভিশন বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

দুদকের পক্ষে খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক শুনানি করেন। আসামি পক্ষে ছিলেন মিন্টু কুমার মন্ডল।

দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে রুবেল ও বরকতকে গ্রেফতার দেখায় সিআইডি পুলিশ। এই মামলায় পরে আটক করে ব্যবসায়ী আনোয়ার হোসেন আবুকে। নিম্ন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করে আসামি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here