টাইগারদের সামনে ১৪৯ রানের টার্গেট

0
86

বাংলা খবর ডেস্ক:
হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১৪৯ রানের টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মিরাজ-সাকিব-মুস্তাফিজদের বোলিং তোপে মাত্র ১৪৮ রানেই গুটিয়ে গেছে সফরকারীদের ইনিংস।

টসে জিতে ব্যাট করতে নেমে চরম বিপর্যয়ে পড়ে জেসন মোহাম্মদের দল। টাইগার বোলিং তোপে মাত্র ৪১ রানেই ৫ উইকেট হারায় তারা। এরপর এনক্রুমা বনার, রভম্যান পাওয়েল ও আইজারি জোসেফের কল্যাণে ১৪৮ রান করতে পেরেছে উইন্ডিজ।

ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেছেন রভম্যান পাওয়েল। কেয়র্ন ওটলির ব্যাট থেকে আসে ২৪ রান। এনক্রুমা বনার ২০ ও আইজারি জোসেফ ১৭ রান করেন।

বাংলাদেশের পক্ষে মাত্র ২৫ রান দিয়ে চার উইকেট শিকার করেছেন মেহেদি হাসান মিরাজ। এটি মিরাজের ক্যারিয়ার-সেরা বোলিং ফিগার। এছাড়া মুস্তাফিজুর রহমান নিয়েছেন ১৫ রানে দুই উইকেট। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এ ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছেন। ১০ ওভার বোলিং করে ৩০ রান দিয়ে শিকার করেছেন দুটি উইকেট।

একই মাঠে গত বুধবার প্রথম ওয়ানতে ৬ উইকেটে জয় লাভ করে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তামিমবাহিনী। আজকের ম্যাচে জিতলেই সিরিজি জয় নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। ওয়ানডে সিরিজের পর বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টেও খেলবে ক্যারিবীয়রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here