বাগদাদে হামলার দায় স্বীকার ইসলামিক স্টেটের

0
81

বাংলা খবর ডেস্ক:
ইরাকের রাজধানী বাগদাদে জিহাদি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরো শতাধিক। হামলার দায় স্বীকার করেছে জিহাদি সংগঠন ইসলামিক স্টেট। এ নিয়ে নিজেদের সংবাদ সংস্থা ‘আমাক’-এ একটি বিবৃতি দিয়েছে সংগঠনটি। এতে তারা জানিয়েছে, শিয়া সম্প্রদায়কে নির্মূলের উদ্দেশ্যেই ওই আত্মঘাতি হামলা চালানো হয়েছে। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়েছে, এটি গত তিন বছরের মধ্যে বাগদাদের সবথেকে বড় আত্মঘাতি হামলা। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার তায়ারান স্কয়ারের কাছে বাব-আল-সারজি এলাকায় একটি জনাকীর্ণ বাজারে এই জোড়া বিস্ফোরণ ঘটে। ইরাকের সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া রসুল জানিয়েছেন, নিরাপত্তারক্ষীরা চ্যালেজ্ঞ জানালে হামলাকারীরা বিস্ফোরণ ঘটায়।
ইরাকে ব্যাপকভাবে সক্রিয় রয়েছে ইসলামিক স্টেট। তবে সাম্প্রতিক বছরগুলোতে তাদেরকে নির্মূল করা হয়। ফলে বাগদাদের বেসামরিক স্থাপনায় হামলার ঘটনা কমে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here