ঘটনাবহুল ম্যাচে রিয়ালের হার

0
72

বাংলা খবর ডেস্ক:
ম্যাচের শুরুতেই দশ জনের দলে পরিণত রিয়াল মাদ্রিদ। সেটাও ভিএআরের সিদ্ধান্তে। এরপরই লিড নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। লেভান্তের সমতা ফেরানো। থিবো কোর্তোয়ার পেনাল্টি সেভ। স্পটকিক মিস করা রজার মার্তিই আবার লেভান্তের জয়ের নায়ক। স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে ২-১ গোলে রিয়ালকে হারিয়েছে লেভান্তে।

লেভান্তের মাঠে নবম মিনিটে দশ জনের দলে পরিণত রিয়াল। এডের মিলিতাওকে ভিএআরের সাহায্যে লাল কার্ড দেখান রেফারি।
১৩তম মিনিটে মার্কো অ্যাসেনসিওর গোলে লিড নেয় রিয়াল। লেভান্তে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালালেও পোস্টের নীচে থিবো কোর্তোয়া দারুণ নৈপুণ্যে লিড ধরে রাখে রিয়াল। তবে শেষ রক্ষা হয়নি। ৩২ মিনিটে হোসে মোরালেসের গোলে সমতা ফেরায় লেভান্তে। ৬৪ মিনিটে রজার মার্তির নেয়া পেনাল্টি এক হাতে ঠেকিয়ে দেন কোর্তোয়া। ৭৮ মিনিটে ভুলের প্রায়শিত্ত করে দারুণ এক গোলে লেভান্তের জয় নিশ্চিত করেন রজার।

এই হারে লা লিগার শিরোপা লড়াই থেকে আরো পিছিয়ে পড়ল রিয়াল মাদ্রিদ। তালিকার চারে থাকা গ্যালাকটিকোদের সংগ্রহ ২০ ম্যাচে ৪০ পয়েন্ট। দুই ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here