সাকিব আল হাসান বরাবরই অন্যরকম। যেনো কিছুই হয়নি। এই যে এতবড় হাতের ইনজুরিতে পড়েছেন তাও যেন কপালে নেই একটুকুও ভাঁজ। বরং জানুয়ারিতে বিপিএল দিয়েই ২২ গজে ফিরতে আত্মবিশ্বাসী বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু হাতের ইনজুরিটা তা কতটুকু হতে দিবে সেটাই এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ আসন্ন বিশ্বকাপ-২০১৯ খেলতে পারবেন কিনা তা নিয়ে এখনই সংশয় দেখা দিয়েছে।
আঙুলের ইনজুরির কারণে আগামী বিশ্বকাপে খেলতে নাও পারেন তিনি। একটি ইংরেজি দৈনিককে দেয়া সাক্ষাতকারে এমন আশঙ্কার কথাই জানিয়েছেন সাকিব।

এ ব্যাপারে সাকিব বলেন, ‘হাতে এই মুহূর্তে ইনফেকশন, তাই ছয় মাসের মধ্যে অপারেশন করানো যাবে না। কেননা অপারেশন করানোর পরে যদি হাতের অবস্থা আরও খারাপ হয়, এই আশঙ্কায় ডাক্তাররাও এর আগে অপারেশন করাতে চাইছে না। অর্থাৎ ইনফেকশন পুরোপুরি যাওয়ার জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে। আগামী দুই মাস ওষুধ চলবে, এরপরে আরও দুইমাস দেখতে হবে হাতের ক্ষত ঠিক হয় কিনা। আমাকে ম্যাচ খেলেও দেখতে হবে ইনফেকশন বাড়ে কিনা।’

সাকিব বলেন, ‘তারপরে যখন নিশ্চিত হওয়া যাবে যে ইনফেকশন আর বাড়ছে না, তখন অপারেশনের দিকে যেতে হবে। এতে ছয় মাস থেকে এক বছর সময় লাগতে পারে। ডাক্তার বলেছে ছয় মাস থেকে এক বছর লাগার সম্ভাবনা বেশি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here