চার মাস ব্যবধানেই করোনায় দ্বিতীয় বার আক্রান্ত হওয়ার সম্ভাবনা

0
66

বাংলা খবর ডেস্ক:
মানুষ মাত্র ৪ মাসের ব্যবধানেই দ্বিতীয় বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে। একইসঙ্গে প্রতিবার আক্রমণে একেবারেই নতুন নতুন উপসর্গ দেখা যেতে পারে। এরফলে আশঙ্কা দেখা দিয়েছে, মানুষের একাধিকবার করোনায় আক্রান্ত হওয়া হয়তো আমাদের ধারণার থেকেও অনেক বেশি স্বাভাবিক ঘটনা। সম্প্রতি বিএমজে জার্নালে প্রকাশিত এক গবেষণার বরাত দিয়ে এ তথ্য দিয়েছে স্কাই নিউজ।
খবরে বলা হয়েছে, এক ব্যাক্তির লাগাদার ৪ মাস ধরে করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসার পর এই সতর্কতা জানানো হয়েছে। তারমধ্যে করোনার কোনো উপসর্গও ছিলনা। করোনা আক্রান্ত হওয়ার পর শরীরে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে না উঠলে দ্রুতই আবারো আক্রান্ত হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়। চিকিৎসকরা এখন বলছেন, প্রথম বার সুস্থ হয়ে উঠলেও দ্বিতীয়বার আবারো হালকা সংক্রমণ হতে পারে।
যদিও এখন পর্যন্ত একাধিকবার করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা অনেক কম।
এর আগে ধারণা করা হচ্ছিল, পুনরায় আক্রান্ত হওয়া সম্ভব হলেও অনেক দিন পর্যন্ত শরীরে প্রতিরোধ ব্যবস্থা টিকে থাকে। জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, এখনো এটি নিশ্চিত নয় যে আসলেই এতো কম সময়ে মানুষ দ্বিতীয় বার আক্রান্ত হচ্ছে নাকি প্রথমবারের সংক্রমণই উপসর্গহীনভাবে থেকে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here