ইরাকে আইএসের হাতে নিহত ১০৪ ইয়াজিদিকে পুনরায় দাফন

0
82

বাংলা খবর ডেস্ক:
২০১৪ সালে ইরাকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) রাজত্বের সময় ১০৪ জন ইয়াজিদিকে হত্যা করা হয়। সম্প্রতি তাদের দেহাবশেষ ফিরিয়ে এনে পুনরায় দাফন করেছে দেশটির ইয়াজিদি সম্প্রদায়। এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিহত ইয়াজিদিদের দেহাবশেষ শনাক্ত করে গণকবর থেকে তুলে আনা হয়েছে। গত শনিবার নিনেভা প্রদেশের সিঞ্জার পর্বতের নিকটবর্তী কোছো গ্রামে তাদের দাফন করা হয়েছে।ইরাকের উত্তরাঞ্চলে ইয়াজিদিদের এলাকাগুলোতে হামলা চালিয়ে কয়েক হাজার পুরুষকে হত্যা করা হয়েছিল। এর পাশাপাশি নারী ও শিশুদের দাসে পরিণত করা হয় এবং ধর্ষণ করা হয়েছে।

জাতিসংঘ বলছে, ওই সম্প্রদায়ের ওপর আইএস গণহত্যা চালিয়েছে। ইয়াজিদি অর্গানাইজেশন ফর ডকুমেন্টেশনের প্রধান খাইরি আলী ইব্রাহিম জানিয়েছেন, নিহত ওই ১০৪ জনের সবাই পুরুষ। ২০১৪ সালের আগস্টে তারা সবাই আইএসের হাতে নিহত হন।

কোছো শহরে আনার আগে বৃহস্পতিবার বাগদাদে অজ্ঞাত সৈনিকদের স্মৃতিস্তম্ভে তাদের স্মরণ করে একটি শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এ সময় প্রত্যেকটি কফিন নিহত ব্যক্তিদের ছবি দিয়ে সাজানো ছিল।

জানা গেছে, ইয়াজিদিরা জোরাস্ট্রিয়নিজম ও প্রাচীন মেসোপটেমিয়ানের সমন্বয়ে তৈরি একটি ধর্মের অনুসারি। এই সম্প্রদায়কে ধর্মবিরোধী হিসেবে বিবেচনা করে থাকে আইএস।

২০১৪ সালের ৩ আগস্ট আইএস হামলা চালানোর আগে ইরাকে আনুমানিক সাড়ে পাঁচ লাখ ইয়াজিদি বসবাস করতো। ঐ সময় প্রায় তিন লাখ ৬০ হাজার ইয়াজিদি পালিয়ে অন্য কোথাও আশ্রয় নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here