প্রকাশ্যে এলেন উ. কোরিয়ার নেতার স্ত্রী জু

0
78

বাংলা খবর ডেস্ক:
এক বছরেরও বেশি সময় পরে বুধবার প্রথমবার রাষ্ট্রীয় মিডিয়ার সামনে এসেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের স্ত্রী রি সোল জু। দেশটির সবচেয়ে বড় ছুটির দিন উপলক্ষ্যে একটি কনসার্টে স্বামী কিম জংয়ের সঙ্গে হাজির হন তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কিম জং উনের প্রয়াত পিতা ও সাবেক নেতা কিম জং ইলের জন্মদিন উপলক্ষ্যে সেখানে ছুটি ছিল। তার এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কিম জং উন দম্পতি। সেখান থেকে তাদের ছবি তুলে প্রকাশ করেছে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির পত্রিকা রোডোং সিনমুন। রি সোল জু’কে মাঝে মাঝেই বড় সব সরকারি ইভেন্টে কিম জং উনের সঙ্গে দেখা যায়। তবে গত বছর জানুয়ারিতে নতুন চন্দ্রবর্ষ উপলক্ষে আয়োজিত ছুটির এক অনুষ্ঠান থেকে তাকে আর কখনো দেখা যায়নি।
এ নিয়ে তার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে নানা রকম কথা শোনা যায়। কেউ কেউ মনে করেন, তিনি অন্তঃসত্ত্বা। এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস মঙ্গলবার আইন প্রণেতাদের বলেছে, রি সোল জু করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার ভয়ে বাইরের কোনো কর্মসূচিতে উপস্থিত হওয়া থেকে বিরত থাকেন। তবে তিনি নিজেদের বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করেই সময় কাটিয়েছেন। দক্ষিণ কোরিয়ার এই গোয়েন্দা সংস্থা মনে করে, কিম দম্পতির আছে তিনটি সন্তান। তবে সরকারিভাবে তাদের সম্পর্কে তেমন কিছু জানা যায় না। উল্লেখ্য, করোনা ভাইরাসে উত্তর কোরিয়ায় কেউ আক্রান্ত হয়নি বলে দেশটির তরফ থেকে নিশ্চিত করা হয়েছে। কিন্তু দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ওই দেশে করোনা মহামারির বিষয় উড়িয়ে দেয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here