বাংলাদেশে আসছে না আফগানিস্তান

0
49

বাংলা খবর ডেস্ক:
বিশ্বকাপ ও এশিয়ান বাছাইপর্বের ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে না আফগানিস্তান ফুটবল দল। তারা নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায় । শুক্রবার রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) এই বিষয়ে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে আফগানিস্তান ফুটবল ফেডারেশন। ফাঁকা সূচিতে বসে না থেকে নেপালে অনুষ্ঠিতব্য তিন জাতির ফুটবল টুর্নামেন্টে খেলায় আগ্রহী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে।
আগামী ২৫শে মার্চে বাছাইপর্বের ম্যাচে ঘরের মাঠে আফগানিস্তানকে আতিথ্য দেয়ার কথা ছিল বাংলাদেশের। তবে করোনাভাইরাসের অজুহাতসহ বেশ কিছুদিন ধরেই ম্যাচ নিয়ে এএফসির কাছে নিজেদের অপারগতার কথা জানিয়ে আসছিল আফগানরা। বাংলাদেশের সঙ্গে সমঝোতা করতে পরামর্শ দিয়েছিল এএফসি। কিন্তু নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে আফগানিস্তান।
ঘরের মাঠে বাছাইপর্বের ম্যাচ হবে না জেনে হতাশা প্রকাশ করেছেন জেমি ডে।
সংবাদমাধ্যমকে বাংলাদেশ দলের ইংলিশ কোচ বলেন, ‘বিশ^কাপ বাছাইপর্বে শুধুমাত্র কাতারের বিপক্ষে ঘরের মাঠে খেলতে পেরেছি। কিন্তু আফগানিস্তান আসছে না, বিষয়টি হতাশাজনক।’
বাছাইপর্বের ম্যাচ না হলেও বসে থাকতে হচ্ছে না জামাল ভূঁইয়াদের। নেপালে অনুষ্ঠেয় তিন জাতি টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না আসায় নেপালকে লিখিত সম্মতি দিতে পারছিল না বাফুফে। এখন ম্যাচটি আনুষ্ঠানিকভাবে পিছিয়ে যাওয়ায় নেপালে খেলতে যাওয়ায় আর বাধা নেই। এরই মধ্যে নেপালে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে বাফুফে। জেমি ডে বলেন, ‘এখন বসে না থেকে অন্য ম্যাচ খেলা ভালো। নেপালে খেলতে পারলে ভালোই হবে।’
তিন জাতির ফুটবল টুর্নামেন্টে স্বাগতিক নেপাল ও বাংলাদেশ ছাড়া খেলার কথা কিরগিজস্তানের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here