ফেব্রুয়ারিতে প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠালো ১৭৮ কোটি ডলার

0
60

বাংলা খবর ডেস্ক:
প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে আয় বেড়েছে বাংলাদেশের। এ বছরের ফেব্রুয়ারিতে প্রবাসীরা পাঠিয়েছে ১৭৮ কোটি ডলার। আর এতেই গত বছরের একই সময়ের চেয়ে আয় বাড়লো ২৩ ভাগ। ২০২০ সালের এই সময়ে এই সময়ে আয় ছিল ১৪৫ কোটি মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এর আগে জানুয়ারি মাসে প্রবাসীরা ১৯৬ কোটি ডলারের আয় পাঠিয়েছিল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৬ হাজার ৬৬০ কোটি টাকা। আর গেল মাসে এই আয় দাঁড়িয়েছে ১৫ হাজার ১৩০ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংক বলছে, করোনাভাইরাস চলাকালীন যোগাযোগ অনেকটাই সীমিত হয়ে পড়ে। তাই অবৈধ পথে দেশে টাকা আসা প্রায় বন্ধ হয়ে গেছে। বাংলাদেশিরা অবস্থান করেন এমন অনেক দেশে করোনার কারণে বিশেষ ভাতাও দেওয়া হচ্ছে। এ কারণে বেড়েছে প্রবাসী আয়। এদিকে, এই আয়ের কারণে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে হয়েছে ৪ হাজার ৪১২ কোটি ডলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here