টিকার দুই ডোজ প্রাপ্তদের মাস্ক পরার প্রয়োজন নেই: বাইডেন

0
85
জো বাইডেন

বাংলা খবর ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রে দুই ডোজ করোনার টিকা যারা গ্রহণ করেছেন তারা চাইলে সীমিত পরিসরে জনসমক্ষে মাস্ক না পরেই থাকতে পারবেন। গতকাল মঙ্গলবার (২৭ এপ্রিল) হোয়াইট হাউসে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

করোনাভাইরাসের মহামারিতে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। তবে ৩৩ কোটির দেশটিতে ইতোমধ্যে বিশ কোটিরও বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। বর্তমানে তাদের টিকা নিতে এখন কোনো পূর্বনির্ধারিত অ্যাপয়েনমেন্টও লাগছে না।

সেই সাফল্যের পর এবার প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিলেন, টিকা যারা নিয়েছেন বাড়ির ভেতরে বা বাইরে তাদের মাস্ক পরার প্রয়োজন নেই।

তিনি বলেন, আপনি যদি টিকা দিয়ে থাকেন তবে আপনি বাইরে এবং বাড়ির বাইরেও আরও সুরক্ষিতভাবে আরও অনেক কিছু করতে পারবেন। তবে বড় ধরনের কোনো জনসমাগমের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক।

জো বাইডেন আরোও বলেন, আমি একেবারে পরিষ্কারভাবে বলতে চাই, আপনি যদি ভিড়ের মধ্যে থাকেন, স্টেডিয়ামের মতো বা কোনও সম্মেলনে বা কনসার্টে থাকেন তবে আপনার বাইরে থাকা সত্ত্বেও একটি মুখোশ (মাস্ক) পরা প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here