বারো থেকে পনেরো বছর বয়সীদের জন্য ফাইজারের টিকা অনুমোদন যুক্তরাষ্ট্র’র

0
52

বাংলা খবর ডেস্ক:
জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয়া এ ভ্যাকসিন বারো থেকে পনেরো বছর বয়সীদের দেওয়া যাবে। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন (এফডিএ) বলেছে, কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। বিবিসি
আগামী বসন্তে স্কুল খোলার আগেই মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের টিকাদান নিশ্চিত হলো এই অনুমোদনের মধ্য দিয়ে। এফডিএ কমিশনার ড. জেনেট উডকক বলেছেন, মহামারী মোকাবেলা করে স্বাভাবিক দিনগুলোতে ফিরে যাওয়াই আমাদের লক্ষ্য।
দুই ডোজের ফাইজার টিকা এরই মধ্যে ১৬ থেকে তার বেশি বয়সীদের ওপর প্রয়োগ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) ভ্যাকসিন এডভাইজরি কমিটির বৈঠক ডাকা হয়েছে বুধবার। সেখানে শিশু-কিশোরদের জন্য টিকা অনুমোদনের বিষয়টি নিয়েই মূলত আলোচনা হবে। সিডিসির সভায় বিষয়টি অনুমোদন পাবে বলেই আশা করা হচ্ছে। সেক্ষেত্রে এই সপ্তাহেই সব রাজ্যে ভ্যাকসিন বিতরণ শুরু হবে।
এবিসি ১১ লিখেছে, ফাইজার ও বায়োএনটেক মার্চের শেষদিকেই জানিয়েছিলো, ২ হাজারের বেশি শিশু-কিশোরকে নিয়ে পরিচালিত ক্লিনিকাল ট্রায়ালে প্রমাণ হয়েছে, এই টিকা ১০০ ভাগ কার্যকর। এটি বিপুল পরিমাণ অ্যান্টিবডি উৎপাদন করেছে বলেও পরীক্ষায় জানা গেছে। আর পার্শ্বপ্রতিক্রিয়া বড়োদের টিকার মতোই। বিবিসি/সিএনবিসি/এফবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here