বিকল গাড়িতে মাইক্রোর ধাক্কা: র‌্যাব সদস্যসহ নিহত ২

0
582

বাংলা খবর ডেস্ক:
গাজীপুরে বিকল মাইক্রোবাসে আরেক দ্রুত গতির মাইক্রোবাসের ধাক্কায় র‌্যাব-৪ এর এক সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন র‌্যাব সদস্যসহ এক মোটর মেকানিক। নিহত মোঃ খায়রুল ইসলাম র‌্যাব-৪ এর সদস্য বলে জানিয়েছেন সঙ্গে থাকা র‌্যাবের এসআই রাকিব।

এ ঘটনায় লিটন মিয়া নামের এক মোটর মেকানিক মারা গেছেন। আহত হয়েছেন গাড়িতে থাকা র‌্যাব-৪ সদস্য সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরীফুল ইসলাম, সৈনিক মো. আতিক, কর্পোরাল প্রদীপ কুমার ও মিস্ত্রী রিফাত (২০)। আহতদের বিশেষ হেলিকপ্টারে করে গাজীপুরের শ্রীপুরের হাসপাতাল থেকে দ্রুত ঢাকায় নেয়া হয়েছে।
এস আই রাকিব সাংবাদিকদের জানান, বুধবার সকালে ঢাকা থেকে শ্রীপুর যাওয়ার পথে র‌্যাব-৪-এর মাইক্রোবাসটি গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় গিয়ে হঠাৎ বিকল হয়ে পড়ে। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড় করিয়ে স্থানীয় মেকানিক রিফাত ও লিটনকে ডেকে নিয়ে মেরামত করা হচ্ছিল। এসময় পেছন থেকে অপর একটি দ্রুত গতির মাইক্রোবাস র‌্যাব-৪ এর গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা চার র‌্যাব সদস্য ও দুই মেকানিক গুরুতর আহত হন।
পরে তাদের চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার আল হেরা মেডিকেল সেন্টারে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক খায়রুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামার হোসাইন জানান, আহতদের স্থানীয় আল হেরা মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসার পর সকাল পৌণে ১১টার দিকে দুটি হেলিকপ্টার যোগে ঢাকার সিএমএইচ-এ নেয়া হয়েছে।

তবে এই দুর্ঘটনার বিষয়ে কর্মকর্তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here