১০ ম্যাচ পর জয় পেলো বাংলাদেশ

0
53

বাংলা খবর ডেস্ক,ঢাকা:
সব ফরম্যাট মিলিয়ে ১০ ম্যাচ পর জয় পেলো বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৩৩ রানে হারিয়ে সিরিজ শুরু করে টাইগাররা।
মিরপুর শেরেবাংলা মাঠে আগে ব্যাটিং শেষে শ্রীলঙ্কাকে ২৫৮ রানের টার্গেট দেয় বাংলাদেশ। আর দলীয় ১০২ রানে শ্রীলঙ্কার ষষ্ঠ উইকেট তুলে নিয়ে ম্যাচের লাগাম নেয় নিজেদের হাতে। কিন্তু এরপর ক্রমেই লাগাম ঢিলা হয়। লঙ্কান ৮ নম্বর ব্যাটসম্যান ভানিডু হাসারাঙ্গা ক্রিজে গিয়ে ঝড় তোলেন। আর গুরুত্বপূর্ণ মুহূর্তে লিটন দাস ক্যাচ ফেললে শঙ্কা জাগে টাইগার শিবিরে। তবে শেষ পর্যন্ত কাঙ্খিত জয় ধরা দেয় বাংলাদেশকেই।
৪৪তম ওভারের শেষ বলে দলীয় ২১১ রানে হাসারাঙাকে সাজঘরে ফেরান পেসার মোহাম্মদ সাইফুদ্দিন । পরের বলেই ইসুরু উদানার উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। হাঁফ ছাড়ে বাংলাদেশ। শেষ ১০ ম্যাচের ৯টিতেই হার দেখেছিল বাংলাদেশ। আর শ্রীলঙ্কার বিপক্ষে এক টেস্টে ড্র।
বল হাতে ১০ ওভারের স্পেলে ৩০ রানে চার উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। এতে ওয়ানডেতে ৫০ শিকার পূর্ণ হলো এ টাইগার অফস্পিনারের। ৪৭ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে মিরাজের শিকার ৫১ উইকেট। পেসার মোস্তফিজুর রহমান তিন ও মোহাম্মদ সাইফুদ্দিন নেন দুই উইকেট। ১০ ওভারের স্পেলে ৪৪ রানে এক উইকেট নেন বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here