সন্ত্রাসী হামলায় নিজ বাসভবনেই খুন হলেন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোউস

0
463

বাংলা খবর ডেস্ক:
হাইতির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লাউড জোসেফের এক বিবৃতিতে জানা যায়, প্রেসিডেন্ট জোভেনেল মোউস (৫৩) তার ব্যক্তিগত বাসভবনে এক সন্ত্রাসী হামলায় খুন হয়েছেন।–বিবিসি, ডেইলি মেইল

ক্লাউড জোসেফ বলেন, পোর্ট-অ-প্রিন্সের পাহাড়ের উপরে অবস্থিত প্রেসিডেন্ট ভবন স্থানীয় সময় ১টায় (জিএমটি ৫টায়) অজ্ঞাতপরিচয় অস্ত্রধারী লোকজন দ্বারা আক্রান্ত হয়েছিল।হামলাকারীরা প্রেসিডেন্টের ঘর ভেঙে ভেতরে প্রবেশ করে এবং তারা স্পেনিশ ভাষায় কথা বলছিলেন বলে জানা যায়। এই হামলায় প্রেসিডেন্টের স্ত্রী মার্টিনও আহত হয়েছেন বলে জানা গেছে। ক্লাউড জোসেফ বলেন যে, “দেশে পুলিশ ও আর্ম ফোর্সেস বাহিনী নিয়ন্ত্রণসহ ক্ষমতার ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল, এমন সময়ে তিনি মারা গেলেন”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here