অভিনন্দন

0
69

হেলাল উদ্দিন:

পরিকল্পনা প্রতিমন্ত্রী হচ্ছেন চাঁদপুরের কৃতি সন্তান ড. শামসুল আলম। সিনিয়র সচিব থেকে সরাসরি প্রতিমন্ত্রী। রোববার তিনি টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে শপথ নেবেন। এমন তথ্যই প্রকাশ করেছে দেশের সংবাদ মাধ্যম। আর তা সত্য হলে শামসুল আলম সত্যিই ভাগ্যবান। ৩৫ বছরের অধ্যাপনা পেশা ছেড়ে প্রেষনে ২০০৯ সালে সরাসরি সচিব হিসেবে নিয়োগ। পরিকল্পনা কমিশন সৃষ্টির পর প্রথম সদস্য। মহামান্য রাষ্ট্রপতির ১০% কোটায় ক্যাডার সার্ভিসের বাইরে প্রথম সিনিয়র সচিব। নিয়োগের ১২ বছরের মাথায় সরাসরি প্রতিমন্ত্রী। এমন নজির এই প্রথম।
অর্থনীতিতে একুশে পদকপ্রাপ্ত ড. আলম অতি স্বজ্জন, বিনয়ী এবং দেশ সেরা একজন অর্থনীতিবিদ। শতভাগ সৎ। দৈনিক যুগান্তরের জন্মদিনে শুভেচ্ছা জানাতে এসে আমার রুমে সৌজন্য সাক্ষাৎ। সাথে ইকোনমিক টিমের সদসরা। বেশ কিছুক্ষণ খোলামেলা প্রাণবন্ত আলোচনা। এরপর একসাথে ছবি তোলা। অভিনন্দন আমার জেলার কৃতি সন্তান ড. শামসুল আলম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here