কঠোর লকডাউনেও যেসব শিল্প-কারখানা চালু থাকবে

0
69

বাংলা খবর ডেস্ক,ঢাকা:
আগামী ২৩ জুলাই থেকে আবারো শুরু হতে যাওয়া কঠোর বিধিনিষেধেও (লকডাউন) চালু থাকবে খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের সাথে যুক্ত মিল-কারখানা এবং কোরবানির পশুর চামড়া সংশ্লিষ্ট কার্যক্রম।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আরোপিত বিধি-নিষেধের আওতামুক্ত থাকবে খাদ্য ও খাদ্যদ্রব্য উৎপাদন/প্রক্রিয়াজাতকরণ মিল-কারখানা, কোরবানির পশুর চামড়া পরিবহণ, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ এবং ওষুধ, অক্সিজেন ও কোভিড-১৯ প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প-কারখানা।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় গত ১ জুলাই থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন আরোপ করে সরকার। পরে সময়সীমা বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়। ১৪ জুলাই মধ্যরাত থেকে চলমান বিধিনিষেধ শিথিল করা হলেও ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট পর্যন্ত আবারো কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here