করোনা: প্রাণহানি ২২ হাজার ছাড়াল

0
67

বাংলা খবর ডেস্ক,ঢাকা:
দেশে করোনাভাইরাস সংক্রমিত হয়ে প্রাণহানির সংখ্যা ২২ হাজার ছাড়িয়ে গেল। গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৪৮ জনের মৃত্যু হয়। তাতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ায় ২২ হাজার ১৫০। এদিকে শনাক্তের হারে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১২ হাজার ৬০৬ জন। দৈনিক শনাক্তের হার নেমেছে ২৬.২৫ শতাংশে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য উঠে এসেছে।

বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যুতে ঢাকাকে ছাড়িয়েছে চট্টগ্রাম। সেখানে এক দিনে ৭৫ জনের মৃত্যু নথিবদ্ধ হয়েছে; আর ঢাকায় মৃত্যু হয়েছে ৬৯ জনের। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছে ১৫ হাজার ৪৯৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশের তিন প্রযুক্তির ৭০৭ ল্যাবরেটরিতে এক দিনে ৪৮ হাজার ১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৮০ লাখ ৪৩ হাজার ৬৯৩। এর মধ্যে মোট শনাক্ত হয়েছে ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন।

সর্বশেষ এক দিনে মৃত ২৪৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬৯, চট্টগ্রাম বিভাগে ৭৫, রাজশাহী বিভাগে ১৬, খুলনা বিভাগে ৩৬, বরিশাল বিভাগে ২০, সিলেট বিভাগে ১৬, রংপুর বিভাগে আট এবং ময়মনসিংহ বিভাগের আটজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here