কুকুরের মাংস খাওয়া বন্ধের ইস্যু তুললেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

0
55

বাংলা খবর ডেস্ক:
কুকুরের মাংস খাওয়া বন্ধের ইস্যুটি নতুন করে আজ সোমবার আলোচনায় এনেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। দেশটিতে কুকুরের মাংস খাওয়া একটি পুরনো রীতি। কিন্তু সোমবার সাপ্তাহিক মিটিংয়ে প্রধানমন্ত্রী কিম বু-কায়ুমের কাছে প্রেসিডেন্ট মুন জানতে চান- এখনও কি কুকুরের মাংস খাওয়া বিচক্ষণতার সঙ্গে নিষিদ্ধ করার সময় আসে নি? তার এ বক্তব্যে কুকুরের মাংস খাওয়া বন্ধের পক্ষে জোরালো সুর খুঁজে পাওয়া যায়। এ খবর দিয়েছে অনলাইন সিবিএস নিউজ। এতে আরো বলা হয়, দক্ষিণ কোরিয়ানদের কাছে প্রিয় খাবার কুকুরের মাংস। বছরে সেখানে প্রায় ১০ লাখ কুকুর জবাই করে তার মাংস ভক্ষণ করা হয়। কিন্তু সম্প্রতি কুকুরকে অনেকে সঙ্গী হিসেবে গ্রহণ করেছেন এবং করছেন। তারা একে আর জবাইয়ের জন্য পালিত পশু হিসেবে দেখেন না।

তরুণ প্রজন্মের কাছে এই রীতি বেশ জনপ্রিয় হয়ে উঠছে। একই সঙ্গে পশু অধিকারকর্মীদের পক্ষ থেকেও কুকুর খাওয়া বন্ধ করার জন্য চাপ আছে। ফলে সোমবারের সাপ্তাহিক বৈঠকে প্রেসিডেন্ট মুন তার প্রধানমন্ত্রীর প্রতি ওই প্রশ্ন ছুড়ে দেন বলে প্রেসিডেন্সিয়াল মুখপাত্র জানিয়েছেন।

খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ায় পশু পালনের রীতি বৃদ্ধি পাচ্ছে। বাড়িতে অনেক মানুষ কুকুর পালন করেন। এর মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট মুনও। তিনি কুকুর পছন্দ করেন এমন পরিচিতিও আছে। প্রেসিডেন্সিয়াল প্রাসাদের ভিতরে রয়েছে বেশ কয়েকটি কুকুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here