রাজধানীর তেজগাঁওয়ে বিস্ফোরণ, দগ্ধ ২

0
65
ছবি: সংগৃহীত

বাংলা খবর ডেস্ক,ঢাকা:
রাাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার এলাকার একটি ছয়তলা বাসার তিনতলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ইয়াছিন তালুকদার (২৭) ও জিতু (৩১) নামের দুইজন শিক্ষার্থী দগ্ধ হয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) সাড়ে রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা ওই বাসার তিনতলার মেস ভাড়া করে থাকতেন বলে জানায় পুলিশ।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, তাদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক। ইয়াছিনের শরীরের ৫০ শতাংশ এবং জিতুর ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মমিনুল বলেন, রাত ৯টার পর পূর্ব তেজতুরী পাড়ার ২৭/এ জাহান ভিলার তিন তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত তেজগাঁও থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান কালের কণ্ঠকে বলেন, আহত দুজন শিক্ষার্থী বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তাদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। আর কি কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here