বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ৫০ লাখ ছাড়ালো

0
71

বাংলা খবর ডেস্ক:
বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে। প্রায় দুই বছর আগে চীনে প্রথম এ রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর এসব মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা যান। বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের দেওয়া উপাত্তের ওপর ভিত্তি করে তৈরি করা পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপির

এ ভাইরাসে ৪০ লাখ মানুষের মৃত্যুর প্রায় চার মাস পর সোমবার মৃতের সংখ্যা ৫০ লাখ ছাড়ালো। বিশ্বব্যাপী ভ্যাকসিন দেওয়ার সুবাদে মৃত্যু হার হ্রাস পাওয়ার মধ্যেই এমন তথ্য জানানো হলো।

এদিকে অক্টোবরের শুরুতে বিগত এক বছরের মধ্যে এই প্রথমবারের মতো বিশ্বব্যাপী প্রাত্যহিক মৃতের সংখ্যা হ্রাস পেয়ে আট হাজারের নিচে নেমে এসেছে।

অবশ্য বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ট্রেডর্স আধানম গেব্রিয়াসিস বলেন, ‘বর্তমানে ইউরোপে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের মোট সংখ্যা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here