করোনা : মুখে খা‌ওয়ার বড়ির প্রথম অনুমোদন দিল যুক্তরাজ্য

0
75

বাংলা খবর ডেস্ক:
যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) বৃহস্পতিবার ইউএস ফার্মাসিউটিক্যাল কম্পানি মার্ক অ্যান্ড কোং-এর তৈরি একটি ‘অ্যন্টিভাইরাল পিল’কে করোনাভাইরাস চিকিৎসায় ব্যবহারের অনুমতি দিয়েছে।

এমএইচআরএ বলেছে, পিলটি মৃদু থেকে মাঝারি কভিড-১৯ আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর ঝুঁকি কমাতে সাহায্য করবে। সেই সঙ্গে যারা গুরুতর ঝুঁকিতে আছেন, তাঁদের ক্ষেত্রেও এটি কার্যকর হবে। এই পিলটি করোনাভাইরাস রোগীদের উপসর্গ কমাতে এবং সুস্থতা ত্বরান্বিত করতে পারবে বলে জানানো হয়েছে।

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ এই অনুমোদনকে ‘আমাদের দেশের জন্য একটি ঐতিহাসিক দিন’ বলেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, এটি খুব দুর্বল এবং ইমিউনোসপ্রেসডদের জন্য একটি গেমচেঞ্জার হবে। তাঁরা শিগগিরই একটি যুগান্তকারী চিকিৎসা পেতে যাচ্ছেন।

পিলটি যুক্তরাজ্যে ‘লাগেভ্রিও’ নামে ব্র্যান্ডেড হবে। গত মাসে, যুক্তরাজ্য বলেছে যে তারা ওষুধের চার লাখ ৮০ হাজার কোর্স সুরক্ষিত করতে পেরেছে। ওদিকে ইইউ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রকরাও ওষুধটি পর্যালোচনা করছে।
সূত্র : ডয়চে ভেলে, এনবিসি নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here