শঙ্কা কাটিয়ে টাইগারদের অনুশীলন শুরু আজ

0
63

বাংলা খবর ডেস্ক:
হুট করে তিন দিন কোয়ারেন্টাইন বেড়ে যাওয়ায় তৈরি হয়েছিল নানা শঙ্কা, সংশয়। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলটাও অস্বস্তিতে পড়ে গিয়েছিল। বিসিবিও চিন্তায় পড়েছিল সফরের ভবিষ্যৎ নিয়ে। অবশেষে সব শঙ্কার অবসান হয়েছে। সর্বশেষ করোনা পরীক্ষায় বাংলাদেশ দলের সবাই করোনা নেগেটিভ রিপোর্ট পেয়েছেন। আজ থেকেই অনুশীলনে নামবে বাংলাদেশ দল। গতকাল ক্রাইস্টচার্চ থেকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি বলেছেন, ‘গতকাল (গত ১৯ ডিসেম্বর) আমাদের করোনার শেষ টেস্ট ছিল। এবং আজকে (গতকাল) সকালে রেজাল্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই নেগেটিভ।’

মুমিনুল-মুশফিকরা আজ থেকেই অনুশীলনে নেমে পড়বেন। গতকাল বিসিবির এ পরিচালক বলেছেন, ‘এই নেগেটিভ হওয়ার কারণে আগামীকাল (আজ) ইনশা আল্লাহ আমরা এখান থেকে বের হতে পারব এবং অনুশীলনে যেতে পারব। কালকে (আজ) আমাদের সোয়া ১০টা থেকে অনুশীলন আছে, লিঙ্কন ইউনিভার্সিটি গ্রাউন্ডে। যেখানে জিমের সুবিধাও পাবো।’প্রথম দিন অনুশীলন শেষ করেই টিম হোটেলে উঠে যাবে বাংলাদেশ দল। প্রস্ত্ততি ম্যাচগুলো খেলা হবে। স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন ক্রিকেটাররা। প্রথম টেস্টের জন্য প্রস্ত্ততি শুরু হবে আজ থেকে। টিম ডিরেক্টর বলেন, ‘তারপর অনুশীলন শেষ করে আমরা হোটেলে উঠে যাব, নভোএয়ার হোটেলে। তারপর থেকে আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারব, অনুশীলন করতে পারব। নিজেদেরকে প্রথম টেস্ট ম্যাচের জন্য প্রস্ত্তত করতে পারব ইনশা আল্লাহ।’

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে ভালো খেলা এবং দলের সবার সুস্হতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সুজন। তিনি বলেছেন, ‘দেশবাসীর কাছে প্রত্যাশা, সবাই আপনারা দোয়া রাখবেন যে আমরা ভালো থাকি, এখানে সবাই সুস্হ থাকি এবং ভালো একটা সিরিজ খেলতে পারি।’

তবে করোনা আক্রান্ত হওয়া স্পিন কোচ রঙ্গনা হেরাথ আইসোলেশনে রয়েছেন। আগামী ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্ট এবং ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here