মাহবুব আলী’র স্মরণে একটি সরকারি স্থাপনার নামকরন চান এলাকাবাসী

0
124

বাংলা খবর ডেস্ক, বাগেরহাট:
প্রথম বাঙ্গালী ইলেকশন কমিশনার মরহুম সৈয়দ গোলাম মাহবুব আলী’র স্মরণে একটি সরকারি স্থাপনার নামকরন চান এলাকাবাসী। তারা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মাহবুব আলী’র প্রতি শ্রদ্ধা ও ভালবাসা জানিয়ে বাগেরহাট এলাকার কোন শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারের অন্যে কোন স্থাপনার নামকরন তাঁর নামে করা হোক। এ ব্যাপারে তারা বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের দৃষ্টি আকর্ষণ করেছেন।

উল্লেখ, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার আট্টাকা গ্রামে খোন্দকার বাড়িতে ১৯১৫ সালে সৈয়দ গোলাম মাহবুব আলী’র জন্ম। তিনি আলীগড় থেকে ১৯৩৭ সালে স্নাতক ডিগ্রী লাভ করেন।
১৯৪৮ সালে নির্বাচন কমিশনে যোগ দেন এবং তৎকালীন পাকিস্তান কমিশন গঠন করেন।

১৯৬২ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের নির্বাচন কমিশনার হন!

১৯৭০ সালে তাঁর অধীনে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করে এবং স্বাধীন বাংলাদেশের পথ প্রশস্থ হয়।
অসুস্থতা থেকে ১৯৭১ সালের জুন মাসে তিনি ইন্তেকাল করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here