একদিনে ফেসবুকের লোকসান ২৩ হাজার কোটি ডলার

0
290

বাংলা খবর ডেস্ক:
একদিনে ২৩ হাজার কোটি ডলার লোকসান করেছে মার্ক জাকারবার্গের মালিকানাধীন ও ফেসবুকের মূল কোম্পানি মেটা। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, কোম্পানিটির শেয়ারের দাম একদিনেই কমে গেছে ২৩০ বিলিয়ন (২৩ হাজার কোটি) ডলার। গত বুধবার মেটা তাদের আয়ের প্রতিবেদন প্রকাশ করলে এ তথ্য উঠে আসে।

ফেসবুকে প্রথমবারের মতো ব্যবহারকারীর সংখ্যা কমেছে। আর এ খবর প্রকাশ হওয়ার পরই কোম্পানিটির শেয়ারের দরপতন ঘটে। দরপতনের হার ছিল ২৬ দশমিক ৪ শতাংশ।

শেয়ারের এই দরপতনে কোম্পানিটির প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের সম্পদের পরিমাণ কমেছে প্রায় ৩০ বিলিয়ন ডলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here