২৪ বছরের অপেক্ষার অবসান, পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

0
54

বাংলা খবর ডেস্ক:
দীর্ঘ ২৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া।

শুক্রবার অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নিশ্চিত করা হয় সিরিজটির ব্যপারে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানে পা রাখবে অস্ট্রেলিয়ার টেস্ট দলের খেলোয়াড়রা। এর আগে তারা অস্ট্রেলিয়ায় আইসোলেশনে থাকবেন। পাকিস্তানে এসে একদিন হোটেলে থাকার পরই অনুশীলনে নেমে পড়বেন তারা।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য নির্বাচিত খেলোয়াড়রা আসবেন ২৪ মার্চ। তারাও অস্ট্রেলিয়ায় আইসোলেশনে থেকে এরপর পাকিস্তানে আসবেন।

অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা পাকিস্তানে যাবেন চার্টাড বিমানে চড়ে।

এ সফরে পাকিস্তানের বিপক্ষে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অজিরা।

৪ মার্চ রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচের টেস্ট সিরিজের মাধ্যমে শুরু হবে দুই দলের লড়াই। ১২ মার্চ করাচিতে দ্বিতীয় টেস্ট ও ২১ মার্চ লাহোরে হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।

এরপর ২৯ মার্চ প্রথম ওয়ানডে, ৩১ মার্চ দ্বিতীয় ওয়ানডে ও ২ এপ্রিল হবে তৃতীয় ওয়ানডে। এ সবগুলো ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে।

৫ এপ্রিল এই রাওয়ালপিন্ডিতেই একটি টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমে শেষ হবে দুই দলের লড়াই।

এদিকে পাকিস্তানে অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন খেলোয়াড় আসতে চান না বলে জানা গেছে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে তাদের প্রত্যাশা শক্তিশালী দল নিয়েই আসবে অজিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here