ইউক্রেনে রাশিয়ার বোমা হামলায় নিহত ৭

0
464

বাংলা খবর ডেস্ক:
রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর এখন পর্যন্ত দেশটিতে সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের ওই সাত নাগরিক নিহত হয়েছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেনের সামরিক স্থাপনা পোডিলস্ক এলাকায় এ বোমা হামলা হয়েছে। পোডিলস্কের ওডেসা এলাকায় বোমা হামলায় ছয়জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন সাতজন। ১৯ জনের কোনো খোঁজ মিলছে না বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলেছে, ইউক্রেনের মারিওপোল এলাকায় বোমা হামলায় আরও একজন নিহত হয়েছেন। এদিকে বিবিসির সাংবাদিকেরা বলছেন, ইউক্রেনের চারপাশ দিয়ে রুশ সেনারা ঢুকে পড়েছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও রক্তপাত এড়াতে ইউক্রেনের সেনাদের অস্ত্র পরিত্যাগের আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ছয় বিমান ও হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার দাবি ইউক্রেনের, রাশিয়ার অস্বীকার

ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে যে, বৃহস্পতিবার সকালে তারা পাঁচটি রাশিয়ান বিমান এবং একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে।

সিএনএন এর এক প্রতিবেদনে এ খবর দিয়ে বলা হয়- দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জনগণকে শান্ত থাকার আহবান জানিয়ে বলেছে: “আপনারা ইউক্রেনের রক্ষকদের ওপর বিশ্বাস রাখুন।”

তবে রুশ নিউজ এজেন্সী তাস জানিয়েছে- রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেন কর্তৃক তাদের বিমান ভূপাতিত হওয়ার খবর অস্বীকার করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here