ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনা শুরু

0
347

বাংলা খবর ডেস্ক:
যুদ্ধ বন্ধের লক্ষ্য নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছে। দুই দেশের প্রতিনিধি দল বেলারুশ সীমান্তে এই আলোচনা শুরু করেছেন বলে খবর দিয়েছে অনলাইন বিবিসি। ইউক্রেনের প্রেসিডেন্টের অফিস থেকে বলা হয়েছে, তারা অবিলম্বে যুদ্ধবিরতি এবং রাশিয়ান সেনা প্রত্যাহার চায়। অন্যদিকে মস্কো এমন একটি চুক্তি চায়, যাতে উভয় পক্ষের স্বার্থ রক্ষা হয়। এমন কথা বলেছেন রাশিয়ার মধ্যস্থতাকারী ভ্লাদিমির মেডিনস্কি। বৈঠক শুরুর আগে রাশিয়ান সেনাদের নিরস্ত্র হতে বা হাতে থাকা অস্ত্র ফেলে দেয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে অবিলম্বে ইউক্রেনকে তিনি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যপদ দেয়ার আহ্বান জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here