শুধু গান্ধী পদবি হলেই মহাত্মা হয় না: অমিত শাহ

0
65

লোকসভা নির্বাচন ২০১৯ -এর প্রচারের শেষ দিনে সাংবাদিক সম্মেলনে বিজেপি সভাপতি অমিত শাহের আঙ্গুল ছিল প্রতিদ্বন্দ্বী রাহুল গান্ধীর দিকে। গডসে-গান্ধী বিতর্কের মধ্যেই কংগ্রেস সভাপতির পদবি টেনে ফের অমিত শাহের কটাক্ষ, ‘শুধু গান্ধী পদবি হলেই মহাত্মা হয় না।’

এখানেই শেষ নয়, চির প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের বিরুদ্ধে তিনি আরো বলেন, ‘দেশের সুরক্ষার সঙ্গে আপস করত কংগ্রেস।’

শুক্রবার বিকেলে হঠাৎই দিল্লিতে বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠকে হাজির হন নরেন্দ্র মোদি। পাঁচ বছরে এই প্রথমবার সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদি। অমিত শাহের পাশে চেয়ার টেনে বসতেই শুরু হয় সাংবাদিক সম্মেলন। শুরুতেই আত্মবিশ্বাসের সুরে অমিত শাহের ঘোষণা, ‘৩০০-এর বেশি আসন নিয়ে কেন্দ্রে ফের সরকার গড়বে এনডিএ। বিরোধীদের অভিযোগের প্রভাব পড়বে না।’

দেশের রায় নিয়ে কোনও সন্দেহের অবকাশই নেই। মোদি-শাহ দুজনের গলাতেই শোনা গেল একই সুর। সাংবাদিক সম্মেলনের বেশিরভাগ জুড়েই ছিল বিজেপির ফের ক্ষমতায় ফেরার কথা। বিজেপি সভাপতি বলেন, ‘২০১৪-এ ঐতিহাসিক রায় দেন দেশবাসী। এবারও আমরা মানুষের বিপুল সমর্থন পাব।’

আগামী ২৩ মে জানা যাবে কোনদিকে গেল জনতার রায়। তবুও তার আগেই সরকার গঠন নিয়ে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here